বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবী

লেখক:
প্রকাশ: ২ years ago

প্রতিবছর লাখ লাখ যুবক কর্মসংস্থানের জন্য প্রস্তুত হয়। কিন্তু তাদের সবার ভাগ্যে কর্মসংস্থান জোটে না। এদের কর্মসংস্থান জরুরি। এ ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির দিকে সরকারকে গুরুত্ব দিতে হবে। এমন কর্মসূচি হাতে নিতে হবে, যাতে নতুন উদ্যোক্তা তৈরি হয়। পাশাপাশি বেকার যুবকদেন কর্মসংস্থান নিশ্চিত করা যায়।

শুক্রবার সকালে পটুয়াখালী জেলা যুব মৈত্রী’র কাউন্সিলর উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মোঃ টিপু সুলতান এসব কথা বলেন। পটুয়াখালী পিএইচসি অডিটোরিয়ামে আয়োজিত এই কাউন্সিলের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা যুব মৈত্রী’র আহবায়ক মোঃ নিজাম উদ্দিন জোমাদ্দার। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব মৈত্রী’র কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ফায়জুল হক বালী ফারাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অনিমেষ হাওলাদার, সাধারণ সম্পাদক কমরেড সোহরাব হোসেন জোমাদ্দার, প্রধান বক্তাঃ হিসেবে বক্তব্য রাখেন যুব মৈত্রী’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহা জামাল উদ্দিন, বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ছাত্র মৈত্রী’র সভাপতি ইমরান মোল্লা, সাধারণ সম্পাদক সুজন মাঝি প্রমুখ। সভা পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম। কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে মোঃ নিজাম উদ্দিন জোমাদ্দার আহবায়ক ও সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব মৈত্রী পটুয়াখালী জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।