মুক্তির আগেই বিতর্কে ‘ছপাক’। তবে সিনেমার কোনও সংলাপ বা দৃশ্য নিয়ে কোনও সংগঠন বা নেটিজেনদের রোষের শিকার হয়নি ছবি। ‘ছপাক’ বিতর্কে জড়িয়েছে তার কেন্দ্রীয় চরিত্রের জন্য। অ্যাসিড হামলার শিকার লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। আর লক্ষ্মীর জন্যই মুক্তির দোরগোড়ায় এসে কাঠগড়ায় দীপিকা-মেঘনা।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ‘ছপাক’ ছবিটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। পরিচালক যখন ছবিটি তৈরির সিদ্ধান্ত নেন তখন তিনি লক্ষ্মীর সঙ্গে কথাও বলেন। এরপর প্রযোজক ও পরিচালক মোট ১৩ লক্ষ টাকায় বিনিময়ে তার গল্পটি পর্দায় তুলে আনার কথা বলেন। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালকে কপিরাইটের জন্য ১৩ লক্ষ টাকা দেন তারা। প্রথমে লক্ষ্মী কিছু বলেননি। তিনি টাকা পেয়ে খুশিই ছিলেন। কিন্তু এখন তিনি বেঁকে বসেছেন। তিনি এখন তার জীবনের গল্প পর্দায় দেখানোর জন্য আরও বেশি টাকা দাবি করছেন।
এদিকে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিনও। এমন সময় লক্ষ্মীর এমন দাবিতে সমস্যায় পড়েছেন নির্মাতারা। ছবিতে যেমন অভিনয় করছেন দীপিকা, তেমনই ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। ফলে এমনিতেই এই সময়ে তার ব্যস্ততা প্রচুর। তার উপর লক্ষ্ণী আগারওয়ালের এমন দাবির পর বেশ সমস্যায় পড়েছেন তিনি। তবে এই বিষয়ে তিনি আইনের সাহায্য নেবেন কিনা, তা এখনও জানা যায়নি। লক্ষ্মীও এনিয়ে কোনও পদক্ষেপ নিয়েছেন কিনা, জানা যায়নি তাও। তবে লক্ষ্মী-দীপিকার এই দ্বন্দ্ব ‘ছপাক’-এর জন্য যে সুখকর নয়, তা বলাই বাহুল্য।