বৃহস্পতিবার বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

লেখক:
প্রকাশ: ৪ years ago

প্রেস বিজ্ঞপ্তিঃ তিন দিনের সরকারী সফরে বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। ‍

আগামীকাল বৃহস্পতিবার ( ২৭ আগষ্ট) বিকেল ৩টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিবেন তিনি।
সফরে প্রানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম প্রধান, বাপাউবো’র অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওয়ন) ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ সফরসঙ্গী হবেন। বরিশাল পৌঁছে তিনি পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে উপস্থিত হবেন ‍ও রাত্রিযাপন করবেন।
শুক্রবার (২৮ আগষ্ট) ত‍ার স্থানীয় কয়েকটি প্রোগ্রামে অংশ নেয়ার কথা রয়েছে। ‍

এছাড়া শনিবার (২৯ আগষ্ট) সকালে মুজিববর্ষ উপলক্ষে পানি সম্পদ মন্ত্রনালয় কতৃক বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করবেন তিনি। ‍ ওইদিন বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে বরিশাল ত্যাগ করবেন । প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।