বৃষ্টির কারণে শুরু হয়নি বরিশাল ও খুলনার খেলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

বৃষ্টির কারণে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের শুরু হয়নি ওয়াল্টন ২০ তম জাতীয় ক্রিকেট লীগের বরিশাল ও খুলনা বিভাগের খেলা।

সোমবার সকাল সাড়ে ৯ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভিজা ছিলো। তাই টসও হয়নি। পরবর্তিতে সকাল সাড়ে ১০ টায় শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।

তাই বৃষ্টির কারণে বরিশাল ও খুলনা বিভাগের প্রথম দিনের খেলা নাও হতে পারে বলে মন্তব্য করেছেন ম্যাচ রেফারী সামিউর রহমান সায়েম।

তিনি বলেন, সকাল ৯ টায় ও ১০ টায় মাঠ পরিদর্শন করা হয়েছে। তখন মাঠ ভিজা ছিলো। আর সাড়ে ১০ টায় বৃষ্টি শুরু হয়। বরিশাল স্টেডিয়ামে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাত্র ১৫ কিংবা ৩০ মিনিট বৃষ্টি হলে ওই দিন এই মাঠে খেলা সম্ভব নয়। এছাড়া মেঘলা আবহাওয়ার কারণে মাঠে আলোর স্বল্পতাতো রয়েছেই।

সকাল থেকেই বৃষ্টির কারণে পুরো পিচ, কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বরিশাল ও রাজশাহীর খেলা শুরু হওয়ার কথা থাকলে মাঠ ভিজা থাকায় প্রথম দুই দিন বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের খেলা অনুষ্ঠিত হয়নি। তবে শেষের দুই দিনে মাঠে বল ব্যাটের লড়াই হলেও ম্যাচ ড্র হয়।