বৃষ্টিতে পরিত্যাক্ত আফগানদের বিপক্ষে যুবাদের ম্যাচ

লেখক:
প্রকাশ: ৮ years ago

সিলেটে আফগানিস্তান ও বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়ে গেছে। বৃষ্টির কারণে খেলা ৪৫ ওভারে নামিয়ে আনা হয়। ব্যাটিংয়ে নেমে আফগান বোলারদের দাপটে ৪৩ ওভারে ৯ উইকেটে মাত্র ১৮২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশের যুবারা। এরপর আর বৃষ্টিতে খেলাই হয়নি। পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।

টস জিতে আগে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগান যুবারা। শুরুতেই পেসার ইউসুফ জাইয়ের বিধ্বংসী বোলিংয়ের তোপে মাত্র ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরুটা হয়েছিল ওপেনার পিনাক ঘোষ (৫) ও আফিফ হোসেন ধ্রুবর (৪) উইকেট পতনের মধ্য দিয়ে।

দু’জনকেই সাজঘরে ফেরান ইউসুফ। তবে দারুণ খেলছিলেন অধিনায়ক-ওপেনার সাইফ হাসান। তিনিও ২৬ করার পর রানআউটের শিকার হন। পরে তৌহিদ হৃদয়ও (৯) দ্রুত সাজঘরে ফেরেন অফস্পিনার মুজিবের বলে বোল্ড হয়ে। তবে পঞ্চম উইকেটে দৃঢ়তা দেখান মোহাম্মদ রাকিব ও মহিদুল ইসলাম অঙ্কন। তারা ৭৫ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামলান।

কিন্তু রাকিব ৫৭ বলে ৬ চারে ৪৬ রান করার পর মুজিবের দ্বিতীয় শিকারে পরিণত হলে জুটি ভাঙ্গে। একই ওভারে নাঈম হাসানকে (০) এলবিডব্লিউ করে আবার বাংলাদেশকে বিপদে ফেলেন মুজিব। তবে সপ্তম উইকেটে মহিদুলের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন কাজী অনীক। ফলে একটি সম্মানজনক সংগ্রহের দিকে এগিয়ে যায় বাংলাদেশের যুবারা।

অনীক ঝড়োগতির ব্যাটিংয়ে মাত্র ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩২ রান করে সাজঘরে ফেরেন। পরের ওভারেই মহিদুল ৭৩ বলে ১ ছক্কায় ৪৪ রান করে সাজঘরে ফিরলে আর সংগ্রহ বেশি বড় হয়নি বাংলাদেশের। ৪৩ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তোলার পর বৃষ্টি শুরু হয়।

এরপর আফগান যুবারা আর মাঠে নামতে পারেননি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

অপরাধজাতীয়প্রচ্ছদ এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৬ years ago