জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২ অক্টোবর) এশার নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
রাতে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাত ১০টা ৩৫ মিনিটে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দাফন সম্পন্ন হয়েছে।’
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা ও দাফনে পার্টির সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মশিউর রহমান রাঙ্গা, তার পরিবারের সদস্য এবং দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার সকাল ৯টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে এক দফা লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com