#

রাজধানীর বুড়িগঙ্গা ও তুরাগ তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে ৪র্থ পর্যায়ে ১ম দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার রাজধানীর বছিলা এলাকায় বুড়িগঙ্গা ও তুরাগের অংশে এ অভিযান চালানো হয়।

অভিযানে ছোট বড় মিলিয়ে সর্বমোট ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যার মধ্যে পাকা ভবন চারতলা ১টি, তিনতলা ৮টি, দোতলা ১১টি, একতলা ৪২টি। আধা পাকা ভবন ৩৩টি, টিনের ঘর এবং টংঘর ২৫টি। আগামীকালও এ অভিযান পরিচালিত হবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ‘উচ্ছেদের পর আমরা সীমানা চিহ্নিত করে নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করে দেব। ভেতরে গাছ লাগিয়ে দেব, যেন কেউ পুনরায় দখল করতে না পারে।’

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন