বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেটের সব থানায় সংরক্ষিত চেয়ার

:
: ৩ years ago

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেটের পুলিশ প্রশাসন। জেলার ১১টি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে ‌‘বীর মুক্তিযোদ্ধার আসন’ নামাঙ্কিত সংরক্ষিত আসন ব্যবস্থা চালু করেছে। এখন থেকে বীর মুক্তিযোদ্ধারা পুলিশের যেকোনো সেবা নিতে থানায় গেলে নির্ধারিত আসনে বসবেন।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে সম্প্রতি থেকে সিলেটের সব থানায় একটি করে চেয়ার বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য পাঠানো হয়। সোমবার (৩ জানুয়ারি) থেকে বীর মুক্তিযোদ্ধারা থানায় এসে নির্ধারিত চেয়ারে বসতে পারছেন।

 

গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সংরক্ষিত আসন চালু করতে জেলার ১১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এরই অংশ হিসেবে বছরের শুরুতে থানায় আগত সেবাপ্রত্যাশীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন থাকায় অনেকে পুলিশ সুপারের এমন উদ্যোগের প্রশংসা করেন।

জেলার ১১টি থানার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্য পুলিশ সুপারের কক্ষেও একটি সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন। থানাগুলো হচ্ছে- সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার।

 

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এমন বীরত্বপূর্ণ অবদানের কারণে আজকের এই বাংলাদেশ। তাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের পক্ষ থেকে সম্মান জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বলেন, মহান বিজয় দিবসে সিলেট জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রত্যেক থানায় সংরক্ষিত আসন রাখার ঘোষণা দেন। আজ (সোমবার) থেকে সিলেট জেলার সব থানায় মুক্তিযোদ্ধারা এই সুবিধা পাচ্ছেন।