সব জল্পন-কল্পনার অবসান ঘটিয়ে বিয়েটা করেই ফেললেন কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে দক্ষিণ চব্বিশ পরগণার বাওয়ালি রাজবাড়িতে আয়োজন করা হয় ‘রাজশ্রী’র জমকালো বিয়ের অনুষ্ঠান।
দুই পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপস্থিতিতেই শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
শুভশ্রী আগেই জানিয়েছিলেন, বিয়ের দিন লাল বেনারসী, সোনার গয়না, চন্দনে সাবেকি সাজবেন তিনি। কথা মতোই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতেই সেজেছিলেন কনে। রাজের পরনে ছিল সবুজ পাঞ্জাবী। শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল, সিঁদুরদান-সব বাঙালি রীতি মেনেই বিয়ে করেছেন এই তারকা জুটি। অতিথিদের জন্য ছিল ভোজের বিশাল আয়োজন।
তবে টালিগঞ্জের তারকাদের এই হাইভোল্টেজ বিয়েতে দেখা যায়নি। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদেরই নিয়ে গিয়েছে গঙ্গোপাধ্যায় এবং চক্রবর্তী পরিবার। রোববার (১৩ মে) আরবানায় রিসেপশন। সেখানে উপস্থিত থাকবেন টালিগঞ্জের প্রায় সব তারকাই। সূত্র: আনন্দবাজার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com