পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নওরোজ ফারহান নূর নামের এক যুবক হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এসেছেন। ঢাকা থেকে বরের সঙ্গে আসেন তার বাবা-মাসহ পরিবারের তিন সদস্য।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক ক্লাব মাঠে নামে হেলিকপ্টারটি। এসময় উৎসুক জনতা হেলিকপ্টার ও বর দেখতে ভিড় জমান। এমনকি জনতার ভিড় ঠেকাতে পুলিশ পর্যন্ত মোতায়েন করা হয়।
জানা যায়, বর নওরোজ ফারহান নূর আকিজ পার্টিকেলের ইডি হেলাল আহমেদের ছেলে। আর কনে নাফিসা বিনতে নওয়াজের (নেহা) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ বাজার পাড়া এলাকার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর নেওয়াজের মেয়ে। পারিবারিকভাবে শুক্রবার (২ সেপ্টেম্বর) তাদের বিয়ের তারিখ নির্ধারণ হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, ‘হেলিকপ্টারে বিয়ের বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত করেছে কনে পক্ষ। আমাদের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com