বিয়ের পিঁড়িতে ক্রিকেটার আবু হায়দার রনি

লেখক:
প্রকাশ: ৬ years ago

বিয়ে করছেন জাতীয় দলের পেসার আবু হায়দার রনি। পাত্রী বিজেএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী সাদিয়া প্রমা।

দুই পরিবারের সম্মতিতেই আগামী ১৫ নভেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাদের। রনির সঙ্গে প্রমার সম্পর্কটা দীর্ঘ সাড়ে ছয় বছরের।

ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে তাদের গায়েহলুদ। গত রোববারের তাদের গায়েহলুদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে রনি-প্রমা দুজনই পোস্ট করেছেন। ছবিগুলো ইতোমধ্যে ভাইরালও হয়েছে।

২২ বছর বয়সী আবু হায়দার রনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন খুব বেশি দিন হয়নি। দুটি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। উদীয়মান এ ক্রিকেটার জিম্বাবুয়ে সিরিজেও বাংলাদেশ স্কোয়াডে আছেন।