#

একে তো বেকার তারউপর বিয়ে করার চাপ। অসহ্য জীবন নিয়ে অবশেষে পাগলের অভিনয় করে বেড়াচ্ছে যুবক। তার পাগলামির জন্য মানুষকে নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে। যুবকটি যখন চাকরি পায় তখন অনেক দেরি হয়ে যায় কারণ তার প্রেমিকা তখন বিয়ের আসরে!

যুবকটি বিয়ের আসরে গেলে সবাই পাগল বলে বের করে দেয়। এরপর সে পাগলামি করে ছাদে গিয়ে উঠে। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘পাগলে কি না বলে’।

নাটকটিতে বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এখানে তার প্রেমিকা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব।

প্রচেষ্টা অ্যাড মিডিয়া প্রযোজিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন মুন, নরেশ ভুইয়া, সালাহউদ্দিন, নুর এ আপন প্রমুখ।

নির্মাতা জানান, খুব শিগগিরই কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন