রাজশাহী নগরীতে আটকে পড়া একটি বিড়াল উদ্ধার করেছে দমকল কর্মীরা। শুক্রবার বিকেলে নগরীর রাণীনগর মুন্নাফের মোড় এলাকা থেকে রাজশাহী সদর দমকল কর্মীরা বিড়ালটি উদ্ধার করে।
বিড়ালটির মালিক ওই এলাকার এনজিও কর্মকর্তা হাসান তানভির। তিনি জানান, গত দুই দিন ধরে তার পোষা বিড়ালটি পাচ্ছিলেন না। শেষে শুক্রবার সকালে বাড়ির পাশেই সেটির সন্ধান পান। কিন্তু বিড়ালটি দুটি বাড়ির সীমানা প্রাচীরে আটকে থাকায় উদ্ধারে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত বিকেলে দমকল কর্মীদের খবর দেন। বিশেষ ওই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন।
তিনি জানান, খবর পেয়ে বিকেল ৪টায় ঘটনাস্থেলে পৌঁছে যায় উদ্ধারকর্মীরা। এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় বিপদাপন্ন বিড়ালটি অক্ষত অবস্থায় উদ্ধার করা
হয়।
তিনি আরও বলেন, দুই প্রাচীরের মাঝে মাথা আটকে গিয়ে বিড়ালটি ঝুলেছিল। প্রাচীর ভেঙে আটকে পড়া বিড়ালটি উদ্ধার করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com