বিসিসি মেয়রের নামে অর্থ হাতানো ও প্রতারণার অভিযোগে ঠিকাদার আটক

:
: ৩ years ago

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের নামে মোটা অংকের টাকা লেনদেনের হিসাব দেখানোর অভিযোগে প্রতারণা মামলায় আকবর উজ্জামান নামে এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আকবর উজ্জামান পলি কনস্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান। বুধবার বিকেলে কোতোয়ালী থানায় এই মামলা দায়ের করা হয়, যার নম্বর-৯২।

মামলার তদন্ত অফিসার কোতোয়ালী থানার এসআই মো. রিয়াজুল ইসলাম বলেন, আকবর উজ্জামানের সাথে তার ব্যবসায়ীক অশিংদারের সাথে পাওনা নিয়ে বিরোধ হলে শালিসী বৈঠক বসে।

সেখানে সিটি মেয়রকে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা দিতে হয়েছে বলে হিসেবে উল্লেখ করে।

লেনদেনে সিটি মেয়রের নাম উল্লেখ থাকায় বিষয়টি তাকে অবহিত করা হলে অভিযুক্ত আবকর উজ্জামানকে ডাকা হলে তিনি কোন প্রমাণ বা সদুত্তর দিতে পারেনি।

এতে সিটি মেয়রের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় প্রতারণা ও মানহানি মামলা দায়ের করা হয়।

তদন্ত কর্মকর্তা আরো বলেন,অভিযুক্ত আকবর উজ্জামানকে গ্রেপ্তার করে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। মো. রিয়াজুল ইসলাম, এসআই কেতোয়ালী থানা।