বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাছাই ও আপীলে বাতিল হওয়া জাতীয় পার্টির বিদ্রোহী মেয়র প্রার্থী বশির আহমেদ ঝুনু’র মনোনয়নপত্রের বৈধতা দিয়েছে উচ্চ আদালত। সেই সাথে তাকে আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। ঝুনুর দায়েরকৃত রীট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতী সৈয়দ মোহাম্মদ দস্তগির হুসেইন ও মোহাম্মদ ইকবাল কবির’র সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বরিশাল বিভাগীয় কমিশনারকে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানাগেছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বশির আহমেদ ঝুনু বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অংশগ্রহন করেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যাচাই বাচাই কার্যক্রম ও বিভাগীয় কমিশনার সমর্থক ভোটার তালিকায় সাক্ষর জাল ও সমর্থক ভোটার খুঁজে না পাওয়ায় বশির আহমেদ ঝুনু’র মনোনয়নপত্র বাতিল করা হয়।
জাতীয় পার্টি বরিশাল সদর উপজেলার সভাপতি ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ ঝুনু বলেন, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের দেয়া আদেশের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টের হাউকোর্ট বিভাগে রীট করি। গত রোববার দায়েরকৃত রীট’র পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উচ্চ উদালত আমার মনোনয়নপত্রের বৈধতা দিয়েছে।
সেই সাথে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়ার জন্য বরিশাল বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের দ্বৈত বেঞ্চ। পাশাপাশি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, বরিশাল জেলা প্রশাসক ও বরিশাল সিটিকর্পোরেশন কর্তৃপকক্ষে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) রায়ের কপি নিয়ে বরিশালে এসে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন বশির আহমেদ ঝুনু।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com