বিসিসি নির্বাচনে অনিয়মের তদন্ত শুরু করেছে কমিশন প্রেরিত টিম

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল সিটি নির্বাচনে বিভিন্ন অভিযোগ তদন্তে বরিশালের এসেছে নির্বাচন কমিশনের টিম। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো: মিজানুর রহমান এর নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম তাদের তদন্তের কাজ শুরু করেছে। টিমের অন্য সদস্যরা হলেন, নির্বাচন কমিশন সচিবলায় উপসচিব (চলতি দায়িত্ব) মো. ফরাদ হোসেন, উপ-পরিচালক (প্রশিক্ষন) সহিদ আবদুস ছালাম, সিনিয়ন সহকারী সচিব(সংস্থাপন-২) মো. শাহ্ আলম। আগামী ৪ দিন তারা এই তদন্ত করবেন।

কথা বলবেন রির্টানিং কর্মকর্তা, সহকারী রির্টানিং কর্মকর্তা, একটি কেন্দ্র বাতিল ও স্থাগিত হওয়ার ১৫টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কেন্দ্রের আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে। তাদের স্বাক্ষাৎকার গ্রহন করবেন। পরে তিনি সেই রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে কিছু অভিযোগ এসেছে। তার ভিত্তিতে একটি কেন্দ্র বাতিল ও ১৫টি কেন্দ্রের ফলাফর স্থগিত করা হয়েছে। বাতিল হওয়া ও ফলাফল স্থগিত হওয়া সর্বোমোট ৩০ কেন্দ্রের অভিযোগ আমাদের কাছে রয়েছে। এসব কেন্দ্রে অনিয়ম হয়েছে কি না, এগুলো আমরা তদন্ত করে দেখছি। এজেন্টদেরও তথ্য সংগ্রহ ও মতামত গ্রহন করছি। এই কেন্দ্রগুলোতে পুনরায় নির্বাচন হবে কি হবে না তা সিন্ধান্ত নিবো নির্বাচন কমিশন।

অন্য কেন্দ্রগুলো হচ্ছে, আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-১ কেন্দ্র,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-২ কেন্দ্র, উদয়ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, আরএম সাগরদি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, রুপাতলী জাগুয়া ডিগ্রী কলেজ ও সংলগ্ন রুপাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সখিনা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পূর্ব হরিনফুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, আলহাজ¦ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, আল-ইখ-ওয়ান এতিমখানা ও মাদরাসা কেন্দ্র, বাঘিয়া গাউছুল আজম মহিলা দাখিল মাদরাসা কেন্দ্র, বি এইচ পি মিশন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ইমাম গাজ্জালী(রহ:) একাডেমি দাখিল মাদরাসা কেন্দ্র, কলাডেমা সরকারী প্রথামিক বিদ্যালয় কেন্দ্র, ব্যাপিস্ট মিশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, শহীদ আলতাফ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালিয় কেন্দ্র, অক্সেফোর্ড মিশন হাইস্কুল কেন্দ্র, সাগরদী ইসলামীয়া কামিল মাদরাসা কেন্দ্র, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট একাডেমি ভবন কেন্দ্র, সাগরদি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এবং এ ওয়াহেদ বাইলকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র।