জাকারিয়া আলম দিপুঃ আর মাত্র ক’দিন পরই ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিনই নির্ধারিত হবে কে হচ্ছেন বরিশালের নতুন নগরপিতা। বিভিন্ন সামাজিক সংগঠন, নাগরিক, পেশাজীবী সংগঠন নির্বাচন নিয়ে সংলাপ, মতবিনিময় সভার আয়োজন করছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বরিশাল নগরীতে।
গত এক মেয়াদে নির্বাচিত হয়েই আওয়ামী সমর্থিত প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন বরিশাল শহরের সর্বোচ্চ উন্নয়ন করেছিলেন। পরবর্তীতে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র নির্বাচিত হলে পুরোটা সময়ই বরিশাল মহানগরবাসী ডুবে ছিলো অব্যবস্থাপনা, দুর্নীতি , পরিবেশদূষণ ও জলাবদ্ধতার মতন নানান সমস্যায়। উন্নয়নের বদলে এ সময়টায় বরিশালবাসী দেখেছে কেবলই হাহাকার। কিন্ত বরিশাল বাসীর সামনে এবার সুযোগ এসেছে বরিশালকে স্বর্ণযুগে নিয়ে যাবার এবং ভুল শুধরাবার।কে হবে বরিশালের নগর পিতা!
আজ ২২ জুলাই বরিশাল নগরীর সাগরদি সিকদারপাড়া নূরানী মাদ্রাসা সংলগ্ন ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে বিসিসি নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীকে ওঠান বৈঠকে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
ওঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আ’লীগের সভাপতি এড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল,সাধারণ সম্পাদক এড. একেএম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম সহ আরো অনেকে।