বিসিসি নির্বাচনঃ তিন সিটিতে নতুন করে নির্বাচন দাবি চরমোনাই পীরের

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। কারচুপি, কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগে গতকাল সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘খুলনা ও গাজীপুরের চেয়ে গতকাল তিন সিটির নির্বাচনে জঘন্য ভোট ডাকাতি হয়েছে। সরকারের শেষ মেয়াদে এ তিন সিটির নির্বাচন নিয়ে জনগণ আশা করেছিল, সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতিকে জাতীয় নির্বাচনের প্রতি আগ্রহী করে তুলবে। কিন্তু বিশ্ববাসী অবাক দৃষ্টিতে আওয়ামী লীগের বহিরাগত ক্যাডার ও প্রশাসনের নির্লজ্জতা প্রত্যক্ষ করেছে।’ তিনি আরো বলেন, ‘বরিশালে দলীয় ক্যাডার ও প্রশাসনের ভোট তাণ্ডব প্রমাণ করেছে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।’

চরমোনাই পীর আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পছন্দের প্রার্থীদের নাম ঘোষণা দিলে জনগণের টাকা নষ্ট হতো না। এভাবে নির্বাচনের নামে জাতিকে ধোকা দিয়ে দেশের সম্পদ নষ্ট করার অধিকার কারো নেই।