ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নম্বরপ্লেট ও ব্লুবুক প্রদানে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী এ অভিযোগ জানিয়ে বলেন, শুধুমাত্র বরিশাল নগরীর চালকদের নম্বরপ্লেট দেওয়া হচ্ছে। এতে আসন্ন সিটি নির্বাচনে নগরীতে বসবাসকারী ইজিবাইক চালকদের প্রভাবিত করা হচ্ছে।
আসন্ন সিটি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থী ডা. মনিষা ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা। অপরদিকে মেয়র সাদিক আবদুল্লাহও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
বুধবার বরিশাল বাসদ কার্যালয়ে সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলনে ডা. মনিষা বলেন, শ্রমজীবী মানুষের পক্ষে আইনি লড়াই করায় উচ্চআদালত মহাসড়ক ছাড়া সর্বত্র ইজিবাইককে বৈধ যানবাহন ঘোষণা করেছে। এ যানবহনের কাগজপত্র দেওয়ার এখতিয়ার বিআরটিএর। কিন্ত চালকদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ইজিবাইক চালকদের নম্বরপ্লেট ও ব্লুবুক দিচ্ছে সিটি করপোরেশন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বরিশাল নগরীতে ১০ হাজারেরও বেশি ইজিবাইক চালক রয়েছেন। এদের মধ্যে শুধুমাত্র যারা বরিশাল নগরীর ভোটার তাদেরকে গত ২৬ মার্চ নম্বরপ্লেট ও ব্লুবুক প্রদান করেন বিসিসির মেয়র সাদিক আবদুল্লাহ। এর ফলে প্রকৃত চালকরা বঞ্চিত হচ্ছেন।
ডা. মনিষা চক্রবর্তী বলেন, বরিশালে ইজিবাইক চালকদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সংগ্রাম পরিষদ। বিসিসির অসৎ উদ্দেশ্য থাকায় নম্বরপ্লেট প্রদান কার্যক্রমে এ সংগঠনকে যুক্ত করা হয়নি। কিন্তু মেয়র তার অনুসারী পাঁচ হাজার ইজিবাইক চালকদের নম্বরপ্লেট ও ব্লুবুক দিয়ে তার অসৎ উদ্দেশ্য প্রকাশ করেছেন।
বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানের দাবি এবং বিসিসির পক্ষপাতিত্বে প্রকৃত চালকরা নম্বরপ্লেট প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বরিশাল নগরীতে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com