বিসিক শিল্প নগরীকে বরিশালের প্রাণ হিসেবে গড়ে তোলা হবে- জেলা প্রশাসক অজিয়র রহমান

:
: ৫ years ago

জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, শিল্প উন্নয়নে পিছিয়ে রয়েছে বরিশাল তবে পদ্মা সেতু বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলসহ বরিশালের চিত্র পাল্টে যাবে। সরকার শিল্প উন্নয়নের বিশেষ উদ্যোগ নিয়েছে। তারি ধারাবাহিকতা ধরে রাকতে শিল্পাঞ্চল হিসেবে উন্নত করতে হবে বিসিককে। আর এই কাজে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

গতকাল সোমবার ১১ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় বরিশাল বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক) এলাকা পরিদর্শন শেষে একথা বলেন। তিনি বলেন, বরিশাল বিসিককে নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। বিসিক শিল্প নগরী হিসেবে এ এলাকার তেমন কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের মেয়দকালের মধ্যেই বরিশাল বিসিক এলাকা হবে আধুনিক এক শিল্প নগরী।

বরিশাল জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান এর সভাপতিত্বে বিসিক ভবনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিসিকের কর্মকর্তারা, বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি বিসিকের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক এবং প্রতিনিধিসহ প্রমুখ। এর আগে জেলা প্রশাসক বিসিক নগরীতে অবস্থিত ফরচুন সুজ লিমিটেড এর কারখানাসহ বিসিকের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।