বিসিক বরিশালে ২০২৫ টাকায় কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং ৬ মাস কোর্সে ভর্তি চলছে

লেখক:
প্রকাশ: ৩ years ago

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী থাকাকালে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নামে একটি সরকারি প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে তদানীন্তন গণপরিষদে বিল উৎথাপন করেন।

এরই ফলস্রুতিতে একই বছরের ৩০ মে পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (EPSIC) ইপসিক প্রতিষ্টিত হয়, যা স্বাধীনতা উত্তরকালে বিসিক (BSCIC) নাম ধারন করে। বিসিক বেসরকারি খাতে ক্ষুদ্র কুটির ও গ্রামীন শিল্পের উন্নয়ন ও বিকাশের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হিসেবে মুখ্য ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে ক্ষুদ্র ও কুটির খাতের পোষক কর্তৃপক্ষ হিসাবেও দায়িত্ব পালন করছে। 

বিসিক বরিশালে ২০২৫ টাকায় “কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং” ৬ মাস কোর্সে ২০২৫ টাকায় ভর্তি চলছে। এই কোর্সটি করে প্রিন্টিং প্রেসে বা যে কোন প্রিন্ট মিডিয়ায় কাজ করার জন্য প্রয়োজনীয় সকল দক্ষতা অর্জন করা সম্ভব। একজন দক্ষ ডিজাইনার হিসেবে নিজেকে তৈরী করতে চাইলে বিসিক বরিশাল থেকে “কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং” কোর্সটি সম্পন্ন করতে পারবেন।

বিসিক বরিশাল থেকে “কম্পিউটার অফিস প্যাকেজ, ইন্টারনেট ব্রাউজিং অ্যান্ড ফ্রিল্যান্সিং” ৬ মাস কোর্সে ২০২৫ টাকায়, “কাটিং ও সেলাই” ৩ মাস কোর্সে ১০২৫ টাকায় এবং “ফুড প্রসেসিং” ৩ মাস কোর্সে ১০২৫ টাকায় ভর্তি চলছে। ফুড প্রসেসিং কোর্সে ৩০ টিরও অধিক ফাস্টফুড আইটেমের কাজ শেখানো হয়।

যেকোন কোর্সে ভর্তি হতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি এবং এক কপি ছবি জমা দিতে হবে।