বিসিএস অফিসার্স এ্যাসোসিয়েশন অব বরিশাল ডিভিশনের (বোয়াব) প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago
বিসিএস অফিসার্স এ্যাসোসিয়েশন অব বরিশাল ডিভিশন (বোয়াব)

বিসিএস অফিসার্স এ্যাসোসিয়েশন অব বরিশাল ডিভিশন (বোয়াব) এর প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর অভিজাত হোটেল গ্রান্ড পার্কে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পুনমিলনী অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগে যাদের জন্মস্থান তাদের নিয়ে গত ১ এপ্রিল (বোয়াব) গঠিত হয়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামানকে আহবায়ক এবং বরিশাল ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদকে সদস্য সচিব করে (বোয়াব) এর আহবায়ক কমিটি গঠন করা হয়। বিসিএস কর্মকর্তাদের অন্যতম এ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ জানান, পারস্পারিক সহযোগীতা, সহমর্মীতা, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষে (বোয়াব) গঠন করা হয়। পুনমিলনীতে সংগঠনের কোষাধ্যক্ষ ও বরিশাল কর অঞ্চলের সহকারী কর কমিশনার মোঃ মেহেদী মাসুদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রভাষক মোঃ মাসুম বিল্লাহ সহ বিভাগের বিভিন্ন পর্যায়ের বিসিএস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফটোগ্যালারীঃ

Image may contain: 5 people, people smiling, people standing

Image may contain: 1 person, on stage and indoor

Image may contain: 19 people, people smiling, people sitting, people standing, table and indoor

Image may contain: 7 people, people smiling, people standing

Image may contain: 10 people, indoor

Image may contain: 4 people, people on stage and people standing