মোঃ খায়রুল কবীর। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে পড়াশোনা করেছেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলেও তার বৈচিত্রময় কাজের প্রতি আগ্রহ ছিল। ওই আগ্রহ থেকেই তিনি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন।
অদম্য ইচ্ছা থেকেই ৩৬তম বিসিএসের সেরা ৫ জনের একজন হয়েছেন তিনি। গুলি চালাতে দক্ষ হওয়ায় পেয়েছেন বেস্ট শ্যুটার খ্যাতি। ইঞ্জিনিয়ার হলেও বৈচিত্র্যময় কাজের প্রতি আকর্ষণ থেকে পুলিশে আসা খায়রুল কবীর পছন্দ করেন চ্যালেঞ্জ নিতে। সেজন্য তিনি মনে করেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তা কোনো ফ্যাক্টর না। কীভাবে নিজেকে বিসিএসের জন্য প্রস্তুত করা হচ্ছে সেটাই হলো বড় বিষয়। যেকোনো জায়গায় পড়ে যে কেউ পরিশ্রম করলেই সফল হতে পারে বলে মনে করেন তিনি।
খায়রুল কবীরের জন্য ক্যাম্পাসলাইভ পরিবারের পক্ষ থেকে রইলো শুভকামনা…