‘‘মানবীয় সম্পর্কের গুরুত ত্বরান্বিত করন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ মার্চ মঙ্গলবার পালিত হবে বিশ্ব সমাজকর্ম দিবস। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন(বিএম) কলেজের সমাজ কর্ম বিভাগ। র্যালি, সেমিনার, ক্রোড়পত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উৎসবে দিনটি উদযাপন করবে বিএম কলেজ সমাজ কর্ম বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।
দিবসটির শুরুতে সকাল ১০ টায় বিএম কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদারসহ অতিথিরা র্যালীর উদ্বোধন করবেন। সমাজকর্ম বিভাগ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন শেষে আবার সমাজকর্ম বিভাগীয় চত্বরে এসে শেষ হবে। র্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুস সবুর হাওলাদার এর সভাপতিত্বে সভায়-প্রধান অতিথির বক্তব্য রাখবেন- কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার। এছাড়াও সভায় প্রফেসর মোঃ আবদুস সামাদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সভায় স্বাগত বক্তব্য রাখবেন-সমাজ কর্ম বিভাগের সহযোগী অধ্যপক এ.টি এম রাশেদুল ইসলাম। দিবসটি উপলক্ষ্যে ক্রোড়পত্র পাঠ করবেন সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর কবির। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন-বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আল-আমিন সরোয়ার, সমাজকর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ আব্দুর রব, এ.কে এম মজিবুর রহমান ও সাবেক সহযোগী অধ্যাপক গাজী জাহিদ হোসেন প্রমুখ।