বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপেও পর্যাপ্ত নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

:
: ৬ years ago

সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে প্রথম পর্বে বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে দ্বিতীয় পর্বের ইজতেমা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শুক্রবার দুপুরে গাজীপুরের টঙ্গী তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পবিত্র জুমার নামাজ আদায় শেষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি ড. জাবেদ পাটওয়ারী, গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন-অর রশিদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১২ জানুয়ারি তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। চার দিন বিরতি দিয়ে আজ শুক্রবার বাদ ফজর থেকে তাবলিগ জামাতের জ্যেষ্ঠ  মুরুব্বীদের আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

আগামী ২১ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা।