জার্মানির ২৭ বছর বয়সী ক্যাথরিনা এবং এলিজাবেথ লিন্ডিঙ্গার। বিশ্বের সবচেয়ে খাটো যমজের স্বীকৃতি পেলেন। গত ২৫ জানুয়ারিতে তাদের গড় উচ্চতা ছিল ১২৮ সেমি বা ৪ ফুট ২ ইঞ্চি। তখনই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে বিশ্বের সবচেয়ে খাটো যমজ (নারী) ঘোষণা করা হয়।
পরিবারের সমর্থনেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন তারা। অবশেষে এই স্বীকৃতি পেয়ে বেশ খুশি এই দুই বোন। শারীরিক গড়ন নিয়ে তাদের ছোটবেলা থেকে নানান বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে থেমে থাকার পাত্রী নন ক্যাথরিনা এবং এলিজাবেথ। নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছেন।
ক্যাথারিনা রাজধানী মিউনিখে একজন সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন। এলিজাবেথের শখ হল বৃদ্ধ মানুষদের সঙ্গে দেখা করা এবং তাদের গল্প শোনার পাশাপাশি সাঁতার কাটা এবং সাইকেল চালানো। ক্যাথারিনা এবং তাদের পুরো পরিবার সাইকেল চালাতে পছন্দ করে।
ক্যাথারিনা পেইন্টিং এবং হস্তশিল্পেও বেশ পারদর্শী। বিশেষ করে কাঠ দিয়ে বেডসাইড ক্যাবিনেট বা টেবিলের মতো ছোট ছোট আসবাবপত্র তৈরি করেন নিজেই। অবসর সময়ে পরিবার এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসে এই দুই বোন।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড