#


সাবাহিফার্দ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ বলেছেন, আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত বিশ্বের সবচেয়ে জটিল প্রযুক্তি তাদের হাতে রয়েছে।

তিনি আজ (রোববার) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শনের সময় এ কথা বলেন। তিনি আরো বলেছেন, ইরানের বিজ্ঞানীরা আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত সর্বাধুনিক প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। এসব প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করা হয়েছে।

সাবাহিফার্দ বলেন, আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পথেও অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং এর ফলে বিমান প্রতিরক্ষা বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে।

তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক শক্তির সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তিনি আজ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা ইউনিট পরিদর্শনের সময় সর্বশেষ সাফল্য নিয়েও কথা বলেন।

সেখানে তিনি বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা, কামান ইউনিট এবং গোয়েন্দা বিভাগের কার্যক্রমও পর্যালোচনা করেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন