রাশিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিল। তারকা ধরে বললে দাবিদার নেইমার। তিনি ভবিষ্যত বিশ্বসেরা ফুটবলার হবেন বলেও মনে করেন অনেকে। এছাড়া বিশ্বকাপ জিতলে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হবেন ব্রাজিল তারকা। কিন্তু নেইমার জানালেন তিনি বিশ্বসেরা হতে চান না।
আগামীকাল রোববার নেইমার এবং তার দল সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। র্যাংকিং বিচারে এবারের বিশ্বকাপের শক্তিশালী দল সুইসরা। বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচে দারুণ পারফর্ম করার পর নেইমারের দিকে তাকিয়ে আছে ব্রাজিলিয়ানরা। নেইমারও চান দেশের মানুষের সেই প্রত্যাশা মেটাতে।
বিশ্বকাপ ট্রফি জেতার কথা জানিয়ে নেইমার বলেন, ‘আমি বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাই না। আমি চাই বিশ্বকাপ জিততে। বিশ্বকাপ জেতার জন্য যা যা করা দরকার আমি করতে চাই। আমার সেরা খেলাটা খেলতে চাই।’
রাশিয়া বিশ্বকাপের মাত্র ১০ দিন আগে মাঠে ফিরেছেন নেইমার। তার আগে তিন মাসের বেশ সময় ছিলেন খেলার বাইরে। কিন্তু চোট নেইমারের খেলায় কোন পরিবর্তন আনতে পারেনি। নেইমার বিশ্বকাপে ভালো খেলতে চান এবং সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকতে চান বলে জানান।
সেলেকাও তারকা বলেন, ‘আমি সবসময় সেরা একজন হয়ে থাকার চেষ্টা করি। আমি কিভাবে আরও ভালোভাবে গোলে শট নিতে হয় এবং গোল করতে হয় জানি না। তবে আমি ড্রিবলিং করতে পারি।’