সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় প্লাটফর্ম ফেসবুকে আবারো সমস্যা দেখা দিয়েছে। অনেকে ফেসবুকে লগআইট করার পর ফের লগইন করতে পারছেন না। রবিবার সন্ধ্যার পর থেকে এই সমস্যা দেখা দেয় বলে জানান ফেসবুক ব্যবহারকারীরা।
লগইন করার সময় ফেসবুক জানাচ্ছে, ‘কারিগরি উন্নয়নের জন্য ফেসবুক সাময়িক বন্ধ আছে। শিগগিরই আপনি ফেসবুক ব্যবহার করতে সক্ষম হবেন।’
ডাউনডিটেক্টরের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম নিউজ নেশনের খবরে বলা হয়, ভারতসহ বিশ্বজুড়ে ডেস্কটপ এবং মোবাইলে ফেসবুক প্রবেশ করতে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের কিছু অংশে এই বিভ্রাট দেখা দেয়।
এদিকে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের অনেকে জানান, তারা আইডিতে প্রবেশ করতে পারছেন না। এছাড়া কমেন্ট ও স্ট্যাটাস দেওয়া যাচ্ছে না।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com