বিশ্বকাপ ফাইনালের আগেই বার্সার মালিকানা হারাল স্পেন

:
: ৭ years ago

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগেই বিখ্যাত ফুটবল ক্লাব বার্সেলোনার মালিকানা হারাল স্পেন। ক্লাবটি যেখানে অবস্থিত সেই কাতালোনিয়া প্রদেশ স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করেছে।

শনিবার কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। দুরন্ত খেলে তিকিতাকা ফুটবলের দেশে স্পেন ফাইনালে উঠেছে। তাদের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। স্প্যানিশ আর্মাডা বনাম ব্রিটিশ ব্রিগেডের লড়াই দেখতে মুখিয়ে ফুটবল মক্কা কলকাতা। যুবভারতীর সবুজ মাঠে হবে ধুন্ধুমার লড়াই।

ফাইনালের আগেই দেশে জুড়ে তীব্র রাজনৈতিক ডামাডোলের সংবাদ পেতে শুরু করেছেন স্প্যানিশ ফুটবলাররা। দলে এমনও কয়েকজন আছেন যারা কাতালোনিয়া প্রদেশের বাসিন্দা। অনেকেই স্বপ্ন দেখেন বিখ্যাত ক্লাব বার্সেলোনার হয়ে খেলার।

কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা করায় বার্সার মতো ক্লাব স্পেনে থাকবে না।

ক্রীড়া বিশ্বে প্রশ্ন, এবার বার্সা কোন বিখ্যাত টুর্নামেন্টে খেলতে চলেছে। তীব্র সাংবিধানিক সংকটের জেরে দেশজুড়ে চলছে অচলাবস্থা। এমনই অবস্থায় যুব বিশ্বকাপে স্প্যানিশরা নামছেন ফাইনালে। মন পড়ে দেশে। নব্বই মিনিটের ফাইনালে কি তার ছাপ পড়বে? যুবভারতী থেকে ছড়িয়ে পড়ছে এই প্রশ্ন।