মাত্র ১৬ বছর বয়সে বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জন করে চমক দেখিয়েছেন বাংলাদেশের ফাহাদ রহমান। শনিবার ঢাকায় শেষ হওয়া বিশ্বকাপ দাবার বাছাইয়ের ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এ কৃতিত্ব দেখিয়েছে এ ফিদে মাস্টার।
ফাহাদ ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা জিতেছেন। রানার্সআপ হয়েছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের টিকিট পেয়েছেন শারমীন সুলতানা শিরিন।
কেবল বিশ্বকাপে খেলার টিকিটই নয়, আরেকটি অর্জনও হয়েছে মোহাম্মদ ফাহাদ রহমানের। তিনি এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাস্টারের খেতাবও অর্জন করলেন। ফিদে মাস্টার টাইটেল নিয়ে টুর্নামেন্ট শুরু করা ফাহাদ এখন আন্তর্জাতিক মাস্টার।
আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় হবে বিশ্বকাপ দাবা। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফাহাদ রহমান। চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিক্রিয়ায় ফাহাদ রহমান বলেছেন, ‘আমি সেরা তিনজনের মধ্যে থাকতে পারবো সে আত্মবিশ্বাস ছিল। অষ্টম রাউন্ডে রাকিবের বিরুদ্ধে জয়টাই আমাকে অনেক এগিয়ে এনেছিল। আমি বিশ্বকাপেও ভালো করতে চাই।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com