বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন ইনিয়েস্তা

লেখক:
প্রকাশ: ৭ years ago

যদি চোট হানা না দেয়, তবে বার্সেলোনায় এখনও অন্তত দু্’বছর নিজের ভবিষ্যৎ দেখেন স্পেনের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু দেশের জার্সি পরে ২০১০ বিশ্বকাপের ফাইনালে গোল করে শিরোপা উচিয়ে ধরা ইনিয়েস্তা আর বেশিদিন খেলবেন না। আসছে জুনে রাশিয়া বিশ্বকাপ খেলেই জাতীয় দল থেকে বিদায় নেবেন এই মিডফিল্ডার।

রাশিয়া বিশ্বকাপের সময় ইনিয়েস্তার বয়স হবে ৩৪ বছর। নিজেই বলেছেন তার অবসরের দিন গণনা শুরু হয়ে গেছে। বার্সেলোনার এই তারকা খেলোয়াড় বলেন, ‘স্পেনের জার্সি পরে হয়তো এবারের বিশ্বকাপেই আমাকে শেষ দেখা যাবে। আশা করছি বিশ্বকাপে আমার বিদায়টা সকলের প্রত্যাশা অনুযায়ী হবে।’

রাশিয়া বিশ্বাকাপে অন্যতম ফেবারিট দল স্পেন। তাই ফাইনালের শিরোপা ঘরে তুলেই বিদায় নিতে চান ইনিয়েস্তা।

তিনি বলেন, ‘আশা করি আমার শেষ ম্যাচ হবে বিশ্বকাপের ফাইনাল।’

ফাইনালে যদি স্পেন ওঠেই তবে প্রতিপক্ষ হিসেবে কাকে চান- এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন ইনিয়েস্তা। তার মতে, ফাইনালে স্পেনের যোগ্য প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা।