বিশ্বকাপে মেসির শেষ সুযোগ দেখছেন ফিগো

লেখক:
প্রকাশ: ৬ years ago

লিওনেল মেসি কি বিশ্বকাপ জিততে পারবেন? এবার না হলে কি সুযোগ শেষ হয়ে যাবে? আর্জেন্টাইন ক্ষুদেরাজ তো অবসরের গুঞ্জন নাকচ করে দিয়েছেন। তার মানে সামনেও সুযোগ থাকবে। তবে সাবেক পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো মনে করছেন, বিশ্বকাপ জেতার এটাই শেষ সুযোগ মেসির।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে খেললেও মেসি দলে আসার ৪ বছর পূর্বেই (২০০০ সালে) ক্লাব ছেড়েছিলেন ফিগো। তাই কাছে থেকে মেসিকে সেভাবে কখনই পরখ করে দেখা হয়নি তার। ক্লাব পর্যায়ে সম্ভাব্য সকল শিরোপা এর মাঝেই নিজের ঝুলিতে পুরেছেন মেসি। তবে আর্জেন্টিনার হয়ে শোকেজে নেই কোন আন্তর্জাতিক শিরোপা। ক্লাব আর আন্তর্জাতিক পর্যায়ে মেসির শিরোপার এই পার্থক্য নিয়ে ফিগোর অভিমত, ‘জাতীয় দল আর ক্লাব ফুটবল খুব ভিন্ন একটি বিষয়।’

তবে কি ক্লাবের সাফল্য নিয়েই পড়ে থাকবেন মেসি? বিশ্বকাপ জেতা হবে না? ফিগো মনে করছেন, এবারই শেষ সুযোগ বার্সা তারকার, ‘আমার মতে ওর (মেসি) সেরাটা দিয়ে বিশ্বকাপ জয়ের এটাই শেষ সুযোগ। সে-ও সম্ভবত নিজের সেরাটা দিয়ে এবার চেষ্টা করবে যাতে আর্জেন্টিনার হয়ে শিরোপা অর্জন করতে পারে। আর ও শারীরিকভাবেও সেরা অবস্থানে আছে।’

গেল মৌসুম ব্যক্তিগতভাবে পুরোটাই ছিল লিওনেল মেসির দখলে। লিগে ৩৪ গোল করে হয়েছেন লা লিগা সর্বোচ্চ গোলদাতা। ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনিই। এবার এই ছন্দটা বিশ্বকাপে টেনে নিতে পারলেই হয়!