বিশ্বকাপে ‘ভীষণ চাপে’ ভীত নেইমার

লেখক:
প্রকাশ: ৭ years ago

ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার পর থেকেই খেলার বাইরে নেইমার। পিএসজিতে অবশ্য এরই মধ্যে বল নিয়ে অনুশীলন শুরু করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।