ডান পায়ের পাতায় মেটাটারসাল হাড় ভেঙেছে নেইমারের। ফলে অস্ত্রোপচারের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা। চোট সারাইয়ের পথে লড়াই করছেন প্যারিস সেন্ট জামের্ইর (পিএসজি) ফরোয়ার্ড। বিশ্বকাপে তার খেলা নিয়ে আশাবাদী ব্রাজিল থিঙ্কট্যাঙ্ক। নানা দিকে নানা গুঞ্জন জারি।দিন কয়েক আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পরপর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে সেলেকাওরা। তাতে বেশ আনায়স জয়ও পেয়েছে তিতের শিষ্যরা। এরপর কোচ জানিয়েছিলেন, ‘ফিফার প্রীতি ম্যাচে আমাদের সেরা ফুটবলার নেইমারকে পাইনি। আমরা অবশ্যই তাকে মিস করছি। তবে একইসঙ্গে আমরা নেইমারকে ছাড়াও ভাল পারফর্ম করতে শিখে গেছি।’
তবে এসব নিয়ে এই মুহূর্তে মাথা ঘামাচ্ছেন না সাম্বা কিং। নিজের দেশের রিও ডি জেনেরিও প্রদেশের উপকূলীয় শহর মাঙ্গরাটিবারের একটি বিলাসবহুল কটেজে পুনর্বাসনে সময় কাটছে তার। দ্রুত সেনেও ওঠার পাশাপাশি নিজের স্টাইলিংও পাল্টে নিচ্ছেন ২৬ বছর বয়সী এই তারকা। দিন সাতেক আগে ঘাড়ের কাছে একটি নতুন ট্যাটু করিয়েছিলেন। যাতে লেখা ছিল, ‘ব্লেসড’ অর্থাৎ আশীর্বাদধন্য।
এটাই সব ভাববেন না। এরপরও চমক দিয়েছেন পিএসজি তারকা। তিনি নতুন হেয়ারস্টাইল করে তার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। এই ছবিতে বোঝা যাচ্ছে যে সব ঠিক থাকলে বিশ্বকাপে নতুন হেয়ারস্টাইলে নিয়েই মাঠে নামবেন নেইমার!
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com