২১তম বিশ্বকাপের প্রথম লালকার্ড হজম করে মাঠ ছাড়া হতে হলো ৬ নম্বর জার্সিধারী কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস সানচেজকে। ডিবক্সের মধ্যে হাতে বল ধরার অপরাধে তাকে এ লালকার্ড দেখানো হয়।
ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় এ ডিফেন্ডারকে হারিয়ে বিপদেই পড়তে হলো জাপানের বিপক্ষে রদ্রিগেজবিহীন কলম্বিয়াকে।
শুরুতেই আক্রমণে যাওয়ার কলম্বিয়ার কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় জাপান। এ সময় জাপানের শিনজি কাগাওয়ার শট ইচ্ছাকৃত হাতে ঠেকিয়ে দেন কার্লোস সানচেজ। তাতে পেছনেই থাকা স্লোভেনিয়ার রেফারি দামির সোমিনা কালবিলম্ব না করে এমনকি সর্তকতা হিসেবে হলুদকার্ড না দেখিয়ে সারাসরি সানচেজকে লালকার্ড প্রদর্শন করেন।
২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে মোট লালকার্ডের সংখ্যা ছিলো ১০টি। সেবার টুর্নামেন্টের প্রথম লালকার্ড হজম করেন উরুগুয়ের মেক্সি পেরাইরা।
১৯৮৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৫৪ সেকেন্ডের মাথায় লালকার্ড পেয়েছিলেন উরুগুয়ের হোসে আলবার্তো বাতিস্তা। যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম লালকার্ড। আর বুধবার ৩ মিনিটের মাথায় কার্লোস সানচেজেরে লালকার্ডের ঘটনাটি দ্রুততমের তালিকায় দ্বিতীয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com