চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক কর্মকর্তা আলহাজ এ কে জাফর খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, শ্বাসকষ্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
তার নামাজে জানাজা শুক্রবার (৬ অক্টোবর) রাউজান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসা মাঠে বাদ আছর অনুষ্ঠিত হবে। তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) নিয়াজ মোরশেদ নিরুর পিতা।
মৃত্যুকালে মরহুম এ কে জাফর খান দুই ছেলে ও এক মেয়ে, স্ত্রী, নাতি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এ কে জাফর খানের মৃত্যুতে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব ও যুগ্মসচিব মু. মোহসিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এ কে জাফর খান ১৯৪৮ সালে চট্টগ্রাম রাউজান উপজেলার কাগতিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম সিরাজুল হক মাস্টার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com