ভোলার লালমোহন পৌরসভা নিবাসী মরহুম মৌলভী করিম বক্স এর জ্যেষ্ঠ সন্তান আলহাজ মো. আবদুর রব মিয়া (বিএ, বিএড) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার (১ জুলাই) ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও চার কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার সন্তানরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত রয়েছেন। তার মৃত্যুতে মরহুমের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ তার মৃত্যুতে গভির শোক ও সমবেদনা জানিয়েছেন।
পরবর্তীতে তিনি ডাওরীহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। অতপর প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার হিসেবে দক্ষতা, সততা ও সুনামের সহিত ২০০০ সালে কর্মময় জীবনের ইতি টেনে অবসর গ্রহণ করেন।
এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি। যার মধ্যে পূর্ব পাড়া জামে মসজিদে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্বপালনকালিন সময়ে তিনি শত বছরের পুরানো এই টিনের ঘরের মসজিদকে সকলের সহযোগিতায় আধুনিক ভবনে রূপান্তর করেন।
জৈনপুর দরবার শরীফের খানকা প্রতিষ্ঠা, দাতা হিসেবে হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দাদা হিসেবে দক্ষিণ চর প্যায়ারী মোহন জামে মসজিদ প্রতিষ্ঠা, সওদাগর জামে মসজিদের ভবন নির্মাণে আর্থিক সহায়তাসহ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর বিয়োগান্তে রেখে যাওয়া আদর্শগুলো ও মানব হিতৈষীমূলক কর্মকাণ্ড তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদৌস নবিস করুন। আমিন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com