বিরোধীদলীয় নেতা হতে স্পিকারকে জিএম কাদেরের চিঠি

লেখক:
প্রকাশ: ৫ years ago

বিরোধীদলীয় নেতা হিসেবে নিজের নাম প্রস্তাব করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। স্পিকারকে দেওয়া জিএম কাদেরের স্বাক্ষরিত চিঠিটি বিকালে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে পৌঁছে দিয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে দলটির পাঁচজন সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল।

চিঠির সঙ্গে দলের প্রেসিডিয়াম সভার রেজুলেশন এবং জাপার ২২ জন এমপির মধ্যে ১৫ জনের সম্পত্তিপত্রও সংযুক্ত করা হয়। স্পিকার তখন দেশের বাইরে থাকায় চিঠিটি রিসিভ করেন তার দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সংসদ সচিবের কাছেও চিঠির একটি কপি দেওয়া হয়েছে। ফিরোজ রশীদের সঙ্গে এসময় জাপার এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান, নাজমা আক্তার ও শরিফুল ইসলাম জিন্নাহ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান। গত ১ জানুয়ারি হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত একটি চিঠিতে দলের উত্তরসূরির নাম ঘোষণা করে যান। চিঠিতে এরশাদ বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’

তারপর গত ১৮ জুলাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) দলের নতুন চেয়ারম্যান করা হয়।