বিরামপুরের যমজ তিন কন্যা: মারা গেছে পদ্মা

লেখক:
প্রকাশ: ২ years ago

দিনাজপুরের বিরামপুরে জন্ম নেওয়া তিন যমজ শিশু স্বপ্ন, পদ্মা, সেতু নামের মধ্যে পদ্মা মারা গেছে।

শনিবার (২৩জুলাই) বিকেলে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে শিশু পদ্মার মৃত্যু হয়।

 

বিষয়টি  নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

শিশু পদ্মার বাবা জাহিদুল ইসলাম জানান, শনিবার বিকেলে বাচ্চাদের আমি সুস্থ্ দেখে বাড়ি থেকে বাহিরে যাই। পরে ফোনে জানতে পারি পদ্মা অসুস্থ হয়ে পড়েছে। বাড়ি ফিরে দেখি আমার পদ্মা আর বেঁচে নেই।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার  জানান, শনিবার বিকেলে শুনেছি পদ্মা নামের শিশুটি মারা গেছে। স্বপ্ন, পদ্মা, সেতু এই তিন যমজ শিশু গত ১৮জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিটি হাসপাতালে স্বাভাবিক ভাবে জন্ম গ্রহন করে। ওই তিন সন্তানের জন্ম দেন সাদিয়া বেগম নামের এক প্রসূতি। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। পরে শিশুদের বাবা-মা নিজ বাড়িতে নিয়ে যান।

 

তিনি আরও জানান, আমি প্রতিনিয়ত শিশু তিন জনের খোঁজ-খবর রাখি। তদের বাবা বলেন তারা সুস্থ্ আছেন আজ কিভাবে পদ্মা নামের শিশুটি মারা গেছে আমার জানা নেই। তবে বাঁকি দুই শিশুকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।