প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৬, ২০২০, ২:২৯ পূর্বাহ্ণ
বিরক্তিকর বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট জনজীবন
সৌরভ কুমার, মির্জাপুর,টাঙ্গাইল। কাল এস এস সি পরীক্ষা। পুরোদমে চলছে প্রস্তুতি কিন্তু ঘরে নেই বাতি। চার্জার লাইটের আলোতেই চলছে পড়াশোনা। গত তিন ঘন্টা যাবত বিদ্যুত নেই গ্রামে। হ্যা,এটাই টাঙ্গাইলের মির্জাপুরের উয়ার্শী ইউনিয়নের কিছু গ্রামের প্রতিদিনকার অবস্থা। এই পরিস্থিতিতে সন্তানদের পরীক্ষা নিয়ে বেশ চিন্তায় আছেন অভিভাবকেরা। তারা বলেন যে প্রতিদিন সন্ধার পরে দুই থেকে তিন ঘন্টা ধরে বিদ্যুত থাকে না,এতে করে তাদের সন্তানেরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। এবং তাদের পরীক্ষা তুলনামুলকভাবে খারাপ হয়।
বিদ্যুত অভিযোগ কেন্দ্রে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায় নি। শুধু শিক্ষার্থীরাই নয় এই বিদ্যুত বিভ্রাটের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি গুলো। বিদ্যুত না থাকায় জমিগুলোতে পর্যাপ্ত পরিমানে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে ধানের চারার স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হচ্ছে। এবং আশংকা করা হচ্ছে যে এভাবেই যদি চলতে থাকে তাহলে ধানের ফলন অনেক কমে যাবে। এই অবস্থায় গ্রামবাসীদের একটাই আবেদন যে এই বিদ্যুত বিভ্রাট রোধে প্রসাসন যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com