বিমান জিম্মি করে বাসভবনে হামলার পরিকল্পনা ছিল: র‌্যাব

লেখক:
প্রকাশ: ৭ years ago

জিম্মি করা বিমান নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাত হানার পরিকল্পনা ছিল বাংলাদেশ বিমানের এক ফার্স্ট অফিসারের। এছাড়া যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যের যেকোনো দেশে অবতরণেরও পরিকল্পনা ছিল তার। বললেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জঙ্গিবাদে জড়িয়ে যাওয়া গ্রেপ্তার পাইলট সাব্বির এনাম সাব্বিরের (৩১) স্বীকারোক্তির ভিত্তিতে এসব কথা জানান তিনি।

বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাব্বির এনাম নামে বিমান বাংলাদেশের কো-পাইলটসহ (ফার্স্ট অফিসার) চার জেএমবিকে আটক করে র‌্যাব। মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৪।গ্রেপ্তার অন্য তিনজন হলেন আবদুল্লাহ ফ্ল্যাট মালিকের স্ত্রী সুলতানা পারভিন, পারভিনের আত্মীয় আসিফুর রহমান ও আলম নামে এক ব্যক্তি।র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাব্বির বাংলাদেশ বিমানের একটি বিমান নিয়ন্ত্রণ নিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলার পরিকল্পনা করেছিল। এটি বাস্তবায়ন না হলে একটি বিমান নিয়ন্ত্রণ নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশে যাওয়ার কথা ছিল।

র‌্যাব জানায়, গত চার সেপ্টেম্বর রাতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে মিরপুর মাজার রোডের বর্ধন বাড়ি এলাকায় ‘কমল প্রভা’নামের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেই বাড়িটি সাব্বিরের। অভিযান চলার সময় ওই বাড়ির পঞ্চম তলায় ‘জঙ্গি আস্তানায়’ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ হয়। অভিযানে জঙ্গি আবদুল্লাহ ও তার পরিবার আত্মসমর্পণের জন্য সময় নেন। কিন্তু পরে বিস্ফোরণ ঘটিয়ে আবদুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগী আত্মাহুতি দেন।