বিপ্লব গোস্বামীর কবিতা “কাঠবিড়ালী”

লেখক:
প্রকাশ: ৪ years ago

কাঠবিড়ালী

বিপ্লব গোস্বামী

কাঠবিড়ালী দুষ্ট অতি
হানা দেয় সে প্রতি রাতি।
খায় সে লেবু-কমলা-কলা
আর যে কত যায় না বলা।

কাঠবিড়ালী ভীষণ পাজী
ভালো কথায় হয় না রাজি।
বলেছি আমি খাবি দুধ-ভাত
দেবো আমি প্রতি ভোর-রাত।

রাখেনি কথা ছাড়েনি শিকার
পায়রা-মুরগি ধরেছে আবার।
ভালো কথায় সে মন্দ বুঝে
দুধ-ভার রেখে শিকার খুঁজে।

তাই তো আমি দেয়েছি আড়ি
বড্ড দুষ্ট তুই যা বাপের বাড়ি।
বিশ্রী কালো তোর গোমড়া মুখ
খুব বাজে তুই , নেই তোর দুখ।