বিপিএল নিয়ে চুপচাপ বিসিবি!

লেখক:
প্রকাশ: ৫ years ago

আগেই জানা, এবার আর ফ্র্যাঞ্চাইজি বিপিএল হবে না। তার বদলে এবারের বিপিএলের আয়োজন-ব্যবস্থাপনার পাশাপাশি দল গঠন ও দল পরিচালনাও করবে বিসিবি। বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত হবে প্রতিযোগি দলগুলো।

তারপরও বলা হয়েছিল, দল গঠন ও পরিচালনায় স্পন্সর পার্টনার নেয়া হবে এবং আগ্রহী কর্পোরেট হাউজগুলো চাইলে সব কটা দলের স্পন্সর পার্টনারও হতে পারবে। সেই স্পন্সর কারা হবে? তা সেপ্টেস্বরের মধ্যে নির্ধারণও করে ফেলা হবে; কিন্তু হায়। সেপ্টেস্বর শেষ; অথচ বিপিএলের কোনোই তোড়জোড় নেই!

হঠাৎই বিপিএল নিয়ে সাড়া-শব্দ থেমে গেছে। গতকাল (রোববার) আর আজ (সোমবার) বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা শোনা গেলেও তা অনুষ্ঠিত হয়নি। কবে হবে? তারও কোন পূর্বাভাষ নেই।

বিপিএল গভর্নিং কাউন্সিলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা কিছুই জানি না।’ তারা সবাই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের খবরের অপেক্ষায়। তাদের কথা, ‘বোর্ড প্রধান হয়ত খুব শিগগিরই সভা ডাকবেন। আমরা তার ডাকের অপেক্ষায় আছি।’

বলার অপেক্ষা রাখে না, স্পন্সর পার্টনার চূড়ান্ত করার কথা ছিল এই সেপ্টেম্বরের মধ্যেই। আগামী অক্টোবরের মাঝামাঝি প্লেয়ার্স ড্রাফটও অনুষ্ঠিত হওয়ার কথা। এখন স্পন্সর পার্টনার নিযোগ বা চূড়ান্ত করতে বিলম্ব হওয়া মানে সেই প্লেয়ার্স ড্রাফট হতেও দেরি হওয়া।

অথচ বারবার বলা হচ্ছে, শুরুর সময় আর পিছানো হবে না। হবার সুযোগও নেই। তাহলে ভিনদেশী ক্রিকেটারদের পাওয়া যাবে না। কারণ ৬ ডিসেম্বর বিপিএল শুরু জেনেই বিদেশী ক্রিকেটার এজেন্টদের বলা আছে। তা রদবদল মানেই বিদেশি ক্রিকেটার পেতে বিপত্তি ঘটে যাবে।