বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন লিজেন্ড ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের পঞ্চম বোলার হিসেবে ৫০ উইকেটে নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন ম্যাশ।
দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে বোলিংয়ে নেমে একটি উইকেট নিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে ৫৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ৪৯টি। সোমবার তামিম ইকবালকে আউট করে ৫০ উইকেট শিকারিদের তালিকায় নাম লেখান মাশরাফি।
বিপিএলে সর্বপ্রথম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন কুপার। পরবর্তীতে এই রেকর্ডে ভাগ বসান বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব অবশ্য বর্তমানে ৮২ উইকেট নিয়ে কুপারকে টপকে সবার শীর্ষে রয়েছেন।
ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি এ টুর্নামেন্টের এবারের আসরে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও বাংলাদেশের শফিউল ইসলাম তৃতীয় ও চতুর্থ বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছিলেন। শফিউল বর্তমানে ৫৪ ও নবী ৫০ উইকেটের মালিক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com