বিপিএলে বরিশাল নামের দল চেয়ে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

ঝালকাঠির নলছিটি উপজেলার বাড়ইকরন গ্রাম থেকে হারিয়ে যাওয়ার তিনদিন পর অবশেষে মায়ের কোলে ফিরল শিশু লিমা আক্তার (৭)। লিমা বারইকরণ গ্রামের দিনমজুর আজিজুর রহমানের মেয়ে। শিশুটি গত ২৪ আগস্ট নলছিটি থেকে পথ হারিয়ে জেলার রাজাপুর উপজেলা সদরে চলে আসে। সোমবার (২৭ আগস্ট) দুপুরে রাজাপুর থানা পুলিশ লিমাকে তাঁর মা নাজু বেগমের হাতে তুলে দেয়। আর এসব কিছুই সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কারণে।

লিমার পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে- লিমার মায়ের সঙ্গে তাঁর বাবার ছয় বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকে লিমা ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা গ্রামে তাঁর মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো। মাঝেমধ্যে লিমাকে তাঁর বাবা নিজের কাছে নলছিটিতে নিয়ে রাখতেন। কোরবানীর ঈদের সময় বাবার অনুরোধে লিমাকে তাঁর নানী নলছিটিতে পৌঁছে দেয়।

কিন্তু ঈদের দুইদিন পর লিমা কারো কাছে কিছু না বলে মায়ের কাছে আসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বিষখালী নদী পাড়ে এসে একটি যাত্রীবাহী ট্রলারে উঠে পড়ে। ট্রলারটি লিমাকে ঝালকাঠিতে নামিয়ে দেয়। পরে লিমা ঝালকাঠি থেকে একটি যাত্রীবাহী বাসে উঠে রাজাপুর উপজেলায় চলে যায়।

২৫ আগস্ট সন্ধ্যায় রাজাপুরের সাউথপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম লিমাকে কাঁদতে দেখে রাজাপুর সদরে নিয়ে আসে। এ সময় নিজের নাম ছাড়া লিমা আর কিছু বলতে না পারায় বিষয়টি রাজাপুর থানা পুলিশকে জানানো হয়। মেয়েটির ছবিতুলে ফেসবুকে প্রচার করে স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে লিমাকে রাজাপুর সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেনের জিম্মায় রাখা হয়।

এদিকে সোমবার সকালে ফেসবুকে লিমার ছবি দেখে চিনতে পারে আল-আমিন বাকলাই নামে ঝালকাঠির একজন আইনজীবী। তিনি লিমার মাকে বিষয়টি জানালে রাজাপুর থানায় যোগাযোগ করে লিমার মা নাজু বেগম। পরে দুপুরে লিমাকে তাঁর মায়ের হাতে তুলে দেয় রাজাপুর থানা পুলিশ।

লিমার মা নাজু বেগম বলেন- ‘আমার মেয়েকে ফিরেপেতে আল-আমিন সাহেব সাহায্য করেছেন। তাঁকে ও রাজাপুরের মানুষদের ধন্যবাদ জানাই।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ‘হারিয়ে যাওয়া লিমাকে তাঁর মায়ের হাতে তুলে দিতে পেরে সত্যিই খুব ভাল লাগছে। যারা এ কাজে সহযোগিতা করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।’