বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন যারা

লেখক:
প্রকাশ: ৩ years ago
ফরচুন বরিশাল

জাকারিয়া আলম দিপুঃ শেষ হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট। প্রায় তিন ঘণ্টা ধরে হওয়া ড্রাফটে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২টায় শুরু হয়েছিল ড্রাফট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ফরচুন বরিশালের হয়ে অংশ নেবেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। প্লেয়ার্স ড্রাফটের আগমুহূর্তে তাকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজিটি।

গেইলকে দলে নেওয়ার জন্য কথাবার্তা চলছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। তবে শেষ পর্যন্ত গেইলকে পেয়েছে বরিশাল। চট্টগ্রামের সাথে মৌখিক কথাবার্তা হলেও গেইল কথা পাকাপাকি করেছেন বরিশালের সাথে।

এর আগে বরিশাল চেষ্টা করেছিল আরেক ক্যারিবীয় সুপারস্টার আন্দ্রে রাসেলকে দলভুক্ত করার জন্য। যদিও রাসেলকে শেষপর্যন্ত পাওয়া যায়নি। ফলে বরিশাল হাত বাড়ায় গেইলের দিকে।

প্লেয়ার্স ড্রাফটের আগে প্রতিটি দলের সুযোগ ছিল ১ জন দেশি ও ৩ জন বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়ানোর। বরিশাল সেই সুযোগ পুরোটাই কাজে লাগিয়েছে। দেশিদের মধ্যে দলটি স্কোয়াডে ভিড়িয়েছে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

এছাড়া বিদেশিদের মধ্যে গেইল ছাড়াও আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকাকে দলভুক্ত করেছে ফরচুন বরিশাল।

 

বিপিএলে ফরচুন বরিশাল হয়ে খেলবেন যারা।

ফরচুন বরিশাল

দেশি
ড্রাফটের বাইরে থেকে – সাকিব আল হাসান,
ড্রাফট থেকে – কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।

বিদেশি
ড্রাফটের বাইরে থেকে – ক্রিস গেইল, মুজিব উর রহমান ও দানুশকা গুনাথিলাকা
ড্রাফট থেকে – ওবেদ ম্যাকয় (ওয়েস্ট ইন্ডিজ), আলঝারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা)