বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ড্রাফটের আগের দিন মালিকানা হারিয়ে আলোচনায় এসেছিল ঢাকা। দলটির দায়িত্ব নিয়েছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৭ ডিসেম্বর) ড্রাফটের দিনও আলোচনায় বিসিবির মালিকানায় থাকা ঢাকা। শুধু আলোচনায় না, রীতিমত চমকে দিয়েছে।
ড্রাফটের প্রথম ডাকেই তারা দলে টানে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। এরপর তৃতীয় ডাকে তারা নেয় আগের দুই ডাকে দল না পাওয়া মাশরাফি বিন মুর্তজাকে। এর আগে তারা সরাসরি নিয়েছিল টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
এই তিন জনের উপস্তিতি নিঃসন্দেহে দলটির আকর্ষণ বাড়িয়ে দেবে অনেকগুণ। এর আগে করোনাকালে বিসিবির আয়োজনে হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে একই দল খুলনায় খেলেছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মাশরাফি।
আর বিপিএল ২০১৯ মৌসুমে ঢাকা প্লাটুনে খেলেছিলেন মাশরাফি-সাকিব। এবার মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহ একই দলে খেলবেন। দলের প্রতিনিধি হয়ে মাহমুদউল্লাহ ড্রাফটে উপস্থিত আছেন। কিছুক্ষণ পর তামিমকেও দেখা যায়। কোনো ক্রিকেটারকে নেওয়ার আগে দুজনকে আলোচনা করতে দেখা গেছে ড্রাফটে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com