এমনিতে টি-টোয়েন্টি ফরম্যাটে তার দু’বার ৫ উইকেট শিকারের কৃতিত্ব ছিল। তবে বিস্ময়কর হলেও সত্য, এতদিন বিপিএলে এক ইনিংসে ৪ উইকেটও ছিল না মোস্তাফিজের নামের পাশে।
এবার বিপিএলে ফাইফার নেয়ার আক্ষেপটা ঘোচালেন কাটার মাস্টার। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শেরে বাংলায় প্রথমবার সে অধরা কৃতিত্ব দেখালেন তিনি। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করে বিপিএলে প্রথমবার ফাইফার শিকারের গৌরব অর্জন করলেন মোস্তাফিজ।
বিপিএলে এর আগে তার ক্যারিয়ার সেরা বোলিং ছিল ১০ রানে ৩ উইকেট। আগের আসরে রংপুরের হয়ে সিলেটের বিপক্ষে। এবার শুধু নিজেরই নয়, বিপিএলের চলতি আসরেই সেরা বোলিং করার কৃতিত্ব দেখালেন মোস্তাফিজ। এর আগে এবারের আসরে সেরা বোলিং ছিল চট্টগ্রামের মৃত্যুঞ্জয় চৌধুরীর।
২ ওভার বল করে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এবার সব পারফরম্যান্সকে ছাড়িয়ে সেরার আসনে বসলেন মোস্তাফিজ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ম্যাচ দিয়ে এবারের বিপিএলে ১৮তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই ১৮তম ম্যাচে এসে প্রথম কোনো বোলার ফাইফার নেয়ার কৃতিত্ব দেখালেন।
শামীম হোসেন পাটোয়ারীর উইকেট দিয়ে শুরু করেন মোস্তাফিজ। এরপর নিলেন সর্বোচ্চ ৫৭ রান করা উইল জ্যাকের উইকেট। ধারাবাহিকতা ধরে রেখে বেনি হাওয়েল, নাইম ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের উইকেট নেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com