আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। আসন্ন বিপিএলকে ঘিরে নতুন করে সব ঢেলে সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছে বিসিবি। এবার ম্যাচ পরিচালনা করা আম্পায়ারদেরও ম্যাচ ফি বাড়ানো হচ্ছে। আগের তুলনায় আসন্ন বিপিএলে তাদের ফি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘আম্পায়ারদের বেতন বাড়ানো হচ্ছে। আগে মাঠের আম্পায়াররা পেতেন ৩০ হাজার টাকা করে, সেটি বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া বিদেশি আম্পায়ার যারা থাকবেন তারা পাবেন ৬০০ ডলার করে, যা আগে ছিল ম্যাচপ্রতি ৫০০ ডলার।’
বিপিএলে বিদেশি আম্পায়ার কারা থাকবেন সেটি নিয়ে রয়েছে জল্পনা। তবে বিসিবির এই পরিচালক জানালেন কথা-বার্তা চলছে ভালো আম্পায়ার আনার জন্য। তবে এখন পর্যন্ত চূড়ান্ত করে কাউকে ঠিক করা হয়নি।
এ ছাড়া ঘরোয়া প্রতিযোগিতায়ও আম্পায়ারদের ম্যাচ ফি বর্তমানের চেয়ে আরও ৩০ শতাংশ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমনিতেই ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ শোনা যাচ্ছে আগে থেকেই। আর তাতে তাদের ফি-র বিষয়টিও জড়িত। আম্পায়ারিংয়ের মান বাড়লে দেশের ক্রিকেটও উন্নত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আসন্ন বিপিএল ঘিরে বড় পরিসরে পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। বিপিএলকে ভিন্ন মাত্রা দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যুক্ত রয়েছেন বলে আগেই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তারই ধারাবাহিকতায় বিদেশি আম্পায়ার, পুরো টুর্নামেন্টে ডিআরএস প্রযুক্তি, আসরের উদ্বোধনীতে বিদেশি ফুটবলার ও হলিউড অভিনেতা-অভিনেত্রীকে আনার পরিকল্পনাও জানা গেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com